বাস ব্যবহারকারীদের জন্য পালনীয় নিয়মাবলী:
  • প্রত্যেক শিক্ষক / শিক্ষার্থীকে সংশ্লিষ্ট স্টপেজে বাস পৌঁছার সঠিক সময় সংশ্লিষ্ট শিক্ষকের নিকট থেকে জেনে নিতে হবে এবং নির্দিষ্ট সময়ের পাঁচ মিনিট আগে নিজ স্টপেজে অবস্থান করতে হবে।
  • কোন শিক্ষক / শিক্ষার্থী পরিবহন সুবিধা নিতে ইচ্ছুক হলে নির্ধারিত ফর্ম-এ আবেদন করতে হবে। আবেদন ফর্ম পরিবহন কমিটির নিকট পাওয়া যাবে।
  • কোন শিক্ষক / শিক্ষার্থী পরিবহন সুবিধা গ্রহণ থেকে নাম প্রত্যাহার করতে চাইলে তিন মাস আগে লিখিতভাবে জানাতে হবে, অন্যথায় তিন মাসের ভাড়া দিয়ে  নাম প্রত্যাহার করতে হবে।
  • প্রত্যেক শিক্ষকের চলতি মাসের বাস ভাড়া চলতি মাসের বেতন থেকে কর্তন করা হবে এবং  প্রত্যেক শিক্ষার্থীকে চলতি মাসের বাস ভাড়া পরবর্তী মাসের বেতন রশিদের মাধ্যমে প্রদান করতে হবে।
  • বাসে চলাকালীন সময়ে প্রত্যেককে স্বাভাবিক শৃংখলা বজায় রাখাসহ স্বাভাবিক আচরণ প্রদর্শন করতে হবে এবং চালক ও হেলপারের সাথে সৌজন্য মূলক আচরণ করতে হবে।
  • কেহ কোন কারণে নির্দিষ্ট সময়মত বাস স্টপেজে বাস ধরতে ব্যর্থ হলে তাকে নিজ দায়িত্বে প্রতিষ্ঠানে আসতে হবে।
  • প্রত্যেককে বাসে উঠে দ্রুততার সাথে নিরাপদে আসন গ্রহণ করতে হবে।
  • বাস থেকে নামার সময় স্টপেজে বাস সম্পূর্ণভাবে না থামা পর্যন্ত  আসন ত্যাগ  করা বা নামার চেষ্টা করা যাবে না।
  • বাসের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বাদাম / ফলের খোসা, কাগজের ঠোঙা, চকলেট / চিপস / বিস্কিটের মোড়ক কিংবা কোন কোমল পানীয়ের বোতল ইত্যাদি ফেলা থেকে বিরত থাকতে হবে।
  • প্রত্যেককে নিজ দায়িত্বে বিভিন্ন জাতীয় দিবসের / বিশেষ দিবসের বাসের সময়সূচির পরিবর্তন জেনে নিতে হবে।
  • কোন প্রকার অনাকাঙ্খিত দুর্ঘটনার জন্য কোনোভাবেই প্রতিষ্ঠানকে দায়ী করা যাবে না।
  • প্রতিদিন বাস ১ নং বহদ্দারহাট রুটে ৭টা ১৫ মিনিটে এবং ২ নং অলংকার রুটে সকাল ৭টা ২৫ মিনিটে যাত্রা শুরু করবে এবং ৮টা ১৫ মিনিটের মধ্যে প্রতিষ্ঠানে পৌঁছাবে। আর প্রতিষ্ঠান থেকে সকল বাস দুপুর ২টা ১০ মিনিটে (পরবর্তীতে সমন্বয়যোগ্য) বাস ছেঁড়ে যাবে।
  • বাস যাত্রীদের অলংকার রুটের সকলকে বিপিএসসি বাস ০১৭৭৯-৩৯৩৯৫৫ নম্বরের হোয়াটস্অ্যাপ গ্রুপে, বহদ্দার হাট রুটের সকলকে বিপিএসসি বাস রাইডার ০১৭৮২-৮০৪৮১৫ নম্বরের হোয়াটস্অ্যাপ গ্রুপে, কাঠগড়-এয়ারপোর্ট রুটের সকলকে বিপিএসসি, চট্টগ্রাম ০১৮১৮-৯৭৪০৮৫ নম্বরের হোয়াটস্অ্যাপ গ্রুপে এবং চকবাজার রুটের সকলকে বিপিএসসি বাস, ইপিজেড ০১৮৬৫-৭৮৪৩০৩ নম্বরের হোয়াটস্অ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে। অনির্ধারিত বন্ধ অথবা বাসের সময়ের কোন পরিবর্তন হলে বাস সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সংশ্লিষ্ট সকলকে হোয়াটস্অ্যাপ গ্রুপে অবগত করবেন।
  • প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত এসএসসি ও এইচএসসি নির্বাচনি পরীক্ষা শেষ হওয়ার পর পরিবহণ সুবিধা গ্রহণকারী সকল শিক্ষার্থীর নাম স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে, তবে কোনো শিক্ষার্থী এরপরও উভমুখী বা একমুখী পরিবহন সুবিধা গ্রহণ করতে চাইলে নতুনভাবে আবেদন করতে হবে।
  • উপরোক্ত নিয়ম-কানুন অমান্য করলে কর্তৃপক্ষ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
  • কর্তৃপক্ষ সময়ে সময়ে উপর্যুক্ত নিয়মাবলীর পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করার ক্ষমতা সংরক্ষণ করে। 

 

আহবায়ক

পরিবহণ কমিটি

বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেড

Archives