টিউটোরিয়াল পরীক্ষা-০২(হিসাববিজ্ঞান)

বেপজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম ইপিজেড

টিউটোরিয়াল পরীক্ষা-০২

হিসাববিজ্ঞান ১মপত্র(সৃজনশীল)

সময়ঃ ১ ঘন্টা 

পূর্ণমানঃ ৩০ নম্বর

[বিঃদ্রঃ সব প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১০ নম্বর। প্রতিটি প্রশ্নের ক, খ ও গ অংশের মান যথাক্রমে ২, ৪ ও ৪।  ]

০১। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে  মুনতাহা ট্রাভেল এজেন্সির রেওয়ামিল নিম্নরূপ :

হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
নগদান  ১১,২০০
প্রাপ্যসমূহের হিসাব ৫,৬২০
সাপ্লাইজ খরচ ১,০৫০
বিমা খরচ ২,৪০০
অফিস সরঞ্জাম ৩০,০০০
প্রদেয় নোট ১০,০০০
প্রদেয়সমূহের হিসাব ১২,৩৫০
মুনতাহার মূলধন ২২,০০০
মুনতাহার উত্তোলন ৬০০
সেবা আয় ১১,৪২০
বেতন খরচ ২,২০০
পরিবহন খরচ ১,৩০০
ভাড়া খরচ ১,২০০
বিবিধ খরচ ২০০
৫৫,৭৭০ ৫৫,৭৭০

সমন্বয়সমূহ : 

(১) চলতি বছর সাপ্লাইজ খরচের পরিমাণ ৩০০ টাকা। 

(২) বছর শেষে অফিস সরঞ্জামের অবচয় ধরা হয়েছে ৫০০ টাকা; 

(৩) চলতি বছরে বিমা খরচের পরিমাণ ১,২০০ টাকা; 

(৪) একজন গ্রাহককে ধারে সেবা প্রদান ৫৮০ টাকা কিন্তু হিসাবভুক্ত হয়নি। 

ক) প্রয়োজনীয় বিপরীত দাখিলা দাও।

খ) একটি ১০ ঘরবিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো। 

গ) প্রয়োজনীয় সমাপনী দাখিলা দাও ।(ব্যাখার প্রয়োজন নেই)

 

০২। মোহীনি এন্টারপ্রাইজের ২০২৪ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত বছরের রেওয়ামিল ও অন্যান্য তথ্যাবলি নিচে দেওয়া হলো:                    

হিসাবের নাম ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা
ভাড়া খরচ ৩০,০০০ প্রদেয়সমূহের হিসাব ৪০,০০০
প্রাপ্যসমূহের হিসাব ৮০,০০০ মূলধন – মোহীনি ৮০,০০০
অফিস সরঞ্জাম ১,০০,০০০ সেবা আয় ১,৪০,০০০
উত্তোলন – মোহীনি ১০,০০০
বেতন খরচ ২০,০০০
সাপ্লাইজ খরচ ( ৮০% নিঃশেষিত) ২০,০০০
২,৬০,০০০   ২,৬০,০০০

অন্যান্য তথ্যাবলি: 

(১) অপরিশোধিত বেতন খরচের পরিমাণ ৪,০০০ টাকা।

(২) অগ্রিম ভাড়ার পরিমাণ ৬,০০০ টাকা।

(৩) সেবা আয়ের ১০% অনুপার্জিত সেবা আয় গণ্য করতে হবে।

(৪) অফিস সরঞ্জামের ওপর ১০% হারে অবচয় ধরতে হবে।

ক) ৩০ জুন ২০২৪ তারিখে সাপ্লাইজের পরিমাণ নির্ণয় করো।

খ) প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দাও।

গ) একটি ৮ ঘরবিশিষ্ট কার্যপত্র (Worksheet) প্রস্তুত করো।

 

০৩। জিনিয়া ট্রেডার্সের  ২০২৪ সালের ৩০ জুন তারিখে রেওয়ামিল ছিল নিম্নরূপ :

হিসাব শিরোনাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
নগদান  ১৫,০০০
প্রাপ্যসমূহের হিসাব ১০,০০০
মজুদ পণ্য (৩০-০৬-২০২৪) ২০,০০০
প্রদেয়সমূহের হিসাব ৫,০০০
জিনিয়ার মূলধন ২৫,০০০
বিক্রয় ১,২০,০০০
বিক্রিত পণ্যের ব্যয় ৮৫,০০০
পরিচালন খরচ ২০,০০০
১,৫০,০০০ ১,৫০,০০০

অন্যান্য তথ্যাবলি : 

(১) ধারে বিক্রয়ের পরিমাণ ১৫,০০০ টাকা যা হিসাবভুক্ত হয়নি। 

(২) মালিক কর্তৃক অতিরিক্ত মূলধন আনয়ন ২৫,০০০ টাকা যা হিসাবভুক্ত হয়নি।

ক) প্রয়োজনীয় সমন্বয় জাবেদা দাখিলা দাও ।(ব্যাখ্যার প্রয়োজন নেই)

খ)  উল্লেখিত তথ্যের ভিত্তিতে একটি কার্যপত্র করো।(সমন্বিত রেওয়ামিল পর্যন্ত)। 

গ) হিসাবকাল শেষে প্রয়োজনীয় সমাপনী দাখিলা দাও।(ব্যাখ্যার প্রয়োজন নেই)