বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেড
একাদশ শ্রেণি ভর্তি (শিক্ষাবর্ষ ২০২৪-২০২৫)
খাতসমূহ | সাধারণ শিক্ষার্থী (সকল বিভাগ) | বেপজা শিক্ষার্থী (সকল বিভাগ)* |
ভর্তি ফি | ১,৫০০.০০ | ৭৫০.০০ |
সেশন ফি | ৩,০০০.০০ | ১,৫০০.০০ |
উন্নয়ন ফি | ৩,০০০.০০ | ১,৫০০.০০ |
টিউশন ফি (চলতি মাস) | ১,৩০০.০০ | ৬৫০.০০ |
রেডক্রিসেন্ট ফি | ২৪.০০ | ২৪.০০ |
কলেজ ইয়েলো বুক | ২৫০.০০ | ২৫০.০০ |
টাই/এ্যাপুলেট, আইডি কার্ড | ৩৫০.০০ | ৩৫০.০০ |
বিএনসিসি/স্কাউটস/গালর্স গাইড | ২০০.০০ | ২০০.০০ |
লাইব্রেরি কার্ড | ৫০.০০ | ৫০.০০ |
টিউশন ফি জমা রসিদ | ২৫.০০ | ২৫.০০ |
কমিউনিকেশন ফি | ৩০০.০০ | ১৫০.০০ |
অটোমেশন ফি | ৬০০.০০ | ১৫০.০০ |
ম্যাগাজিন | ৩০০.০০ | ৩০০.০০ |
ক্রীড়া ও সংস্কৃতি | ৫০০.০০ | ৫০০.০০ |
জাতীয় দিবস উদযাপন ফি | ৬০০.০০ | ৬০০.০০ |
সর্বমোট | ১১,৯৯৯.০০ | ৬,৫৯৯.০০ |
বিঃ দ্রঃ
১) যে সকল ছাত্র-ছাত্রীর অভিভাবক বেপজা জোন অফিস, বেপজা হাসপাতাল, বেপজা স্কুল ও কলেজ এবং ইনভেস্টর ক্লাবে কর্মরত তাদের ভর্তির সময় অভিভাবকরে (পিতা/মাতা) চাকুরীর পরিচয়পত্রের ফটোকপি এবং সংশ্লিষ্ট বিভাগ/দপ্তর প্রধানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
২) মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও প্রশংসাপত্র শিক্ষাবোর্ড জমা দেয়া হবে বিধায় শিক্ষার্থীদের নিজ প্রয়োজনে ঐ সব সনদপত্রের পর্যাপ্ত সংখ্যক ফটোকপি সংরক্ষণ করে রাখতে হবে।
১। প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পাদিত হয়। শিক্ষার্থীদের নিকট থেকে নগদে কোন টাকা গ্রহণ করা হয় না। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, বন্দরটিলা শাখা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাবতীয় ব্যাংকিং সেবা প্রদান করে থাকে ।
২। শিক্ষার্থীদের ভর্তি ফি, পুনঃভর্তি ফি, মাসিক টিউশন ফি, বিভিন্ন অভ্যন্তরীণ পরীক্ষার ফি, বোর্ড পরীক্ষার ফি, রেজিস্ট্রেশন ফি, ফরম পূরণ ফি, অনুপস্থিতির জরিমানা ও অন্যান্য ফি ইত্যাদি উক্ত ব্যাংক হিসাবে জমা করতে হবে।
৩। প্রতি মাসের কমপক্ষে ৫ থেকে ১০ কর্মদিবসে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রতিষ্ঠান প্রাঙ্গনে স্থাপিত শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, বন্দরটিলা শাখার বুথের মাধ্যমে ব্যাংক কর্মকর্তাগণ শিক্ষার্থীদের নিকট থেকে উল্লেখিত ফি সমূহ সংগ্রহ করে থাকে।
১। প্রতি মাসের টিউশন ফি সংশ্লিষ্ট মাসের প্রথম থেকে শেষ তারিখের মধ্যে পরিশোধের সুযোগ রয়েছে। কোন মাসের টিউশন ফি নির্দিষ্ট তারিখের মধ্যে পরিশোধে ব্যর্থ হলে শিক্ষার্থীদের নিকট থেকে মাসিক ২০ টাকা হারে জরিমানা আদায় করা।
২। কোন শিক্ষার্থী পরপর তিন মাসের টিউশন ফি ও অন্যান্য ফি পরিশোধে ব্যর্থ হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। ভর্তি বাতিলকৃত কোন শিক্ষার্থী প্রতিষ্ঠানে পড়ালেখা চালিয়ে যেতে চাইলে তাকে পুন: ভর্তি হতে হবে।
৩। যুক্তিসংগত কারণ ছাড়া কোন শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকলে দৈনিক ৫০ (পঞ্চাশ) টাকা হারে জরিমানা আদায় করা হয়।
৪। কোন শিক্ষার্থী প্রতিষ্ঠানের কোন সম্পদ/দ্রব্যসামগ্রী নষ্ট করলে তার নিকট থেকে সম্পূর্ণ ক্ষতিপূরণ আদায় করা হয়।