শিক্ষার্থী নোটিশ-২০২৪(মে/৭)

বেপজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম ইপিজেড এর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তীব্র তাপদাহের কারণে মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক গত ২১এপ্রিল ২০২৪ তারিখ থেকে ২৫ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত পাঁচ কর্ম দিবস প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি হয়েছে তা পূরণের জন্য পরবর্তী  নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবার শ্রেণিকার্যক্রম চলমান থাকবে। ফলে আগামী ১১ মে ২০২৪ তারিখ শনিবার অত্র কলেজের একাদশ শ্রেণির সকল বিভাগের  ক্লাসকার্যক্রম চলবে এবং তা কলেজ ইয়োলো বুকে প্রদত্ত সোমবারের ক্লাস রুটিন অনুসারে অনুষ্ঠিত হবে।  

সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে যথাসময়ে কলেজে উপস্থিত হয়ে শ্রেণিকার্যক্রমে অংশগ্রহণের নির্দেশ দেওয়া যাচ্ছে।

আহ্বায়ক
শিক্ষাবর্ষঃ ২০২৩-২০২৪