শিক্ষার্থী নোটিশ -২০২৪(মে/১৩)

বেপজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম ইপিজেড-এর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তাদের একাদশ শ্রেণি সমাপনী পরীক্ষা  আগামী ২৭ জুন ২০২৪ তারিখ থেকে শুরু হবে। শিক্ষার্থীদের পরীক্ষার ফিসহ মে ও জুন মাসের পে-স্লিপ সরবরাহ করা হয়েছে এবং ২০/০৫/২০২৪ তারিখের মধ্যে পে-স্লিপ উল্লেখিত টাকা ব্যাংকে জমা করার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু গত ২৩/০৫/২০২৪ তারিখ পর্যন্ত কলেজ হিসাব শাখার তথ্য অনুযায়ী প্রায় ৩০% শিক্ষার্থী এখনও তা ব্যাংকে জমা করেনি।

সম্মানিত অভিভাবকের অনুরোধের প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ টাকা জমা দেয়ার তারিখ ২৮ মে ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করেছে। সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে নির্ধারিত তারিখের মধ্যে পে-স্লিপে উল্লিখিত টাকা জমা দিয়ে স্ব স্ব গাইড শিক্ষকের নিকট থেকে প্রবেশপত্র সংগ্রহ করার নির্দেশ দেওয়া যাচ্ছে।
উল্লেখ্য যে, এডমিট কার্ড ছাড়া কোন শিক্ষার্থীকে একাদশ শ্রেণি সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।

আহবায়ক
শিক্ষাবর্ষ ২০২৩-২০২৪