শিক্ষার্থী নোটিশ-২০২৪(মে/৬)

বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেড এর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির সকল বিভাগের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তাদের মিড-টার্ম পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট আগামী ০৫/০৫/২০২৪ তারিখ স্ব স্ব গাইড শিক্ষকের নিকট থেকে সকাল ৮.৪৫ থেকে ১.৫৫ ঘটিকার মধ্যে গাইড শিক্ষক কর্তৃক নির্ধারিত সময়ে সংগ্রহ করার নির্দেশ দেওয়া যাচ্ছে।

উল্লেখ্য যে, প্রত্যেক শিক্ষার্থীকে সংগৃহীত একাডেমিক ট্রান্সক্রিপ্ট অভিভাবকে দেখিয়ে তাতে তাঁর স্বাক্ষর নিয়ে গাইড শিক্ষককে তা আগামী ০৭/০৫/২০২৪ তারিখের মধ্যে প্রদর্শন করে গাইড শিক্ষকের নিকট সংরক্ষিত নির্দিষ্ট শিটে শিক্ষার্থীকে স্বাক্ষর করার নিদের্শ দেওয়া যাচ্ছে। অন্যথায় একাডেমিক ট্রান্সক্রিপ্ট অভিভাবকে দেখানো হয়নি ধরে নেওয়া হবে এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা অংশগ্রহন থেকে বিরত রাখাসহ তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আহবায়ক

শিক্ষাবর্ষঃ ২০২৩-২০২৪